মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ও করাতকল উচ্ছেদ

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : বাংলাদেশ বনবিভাগের আওতায় টাংগাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিট অফিস হইতে প্রায় ৭ কিলোমিটার দূরে মহিষবাতান নামক এলাকায় নিজস্ব জমির উপর অবৈধভাবে লাকড়ি পুড়িয়ে কয়লা উৎপাদনের জন্য গড়ে উঠে অবৈধ কয়লার চুল্লি।
গোপন সংবাদের ভিত্তিতে টাংগাইলের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদ উজ্জামানের দিক নির্দেশনায় সহকারী বনরক্ষক টাংগাইল দক্ষিণের বন কর্মকর্তা আবু সালেহ’র নেতৃত্বে বাঁশতৈল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান বাঁশতৈল রেঞ্জের অধীনে সকল বিটের বিট কর্মকর্তা ও বন প্রহরীদের নিয়ে গতকাল একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে লাকড়ি পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদনের জন্য স্থাপিত ৮টি চুল্লি ভেঙে গুড়িয়ে দেয় অভিযান পরিচালনাকারী দল।

একই অভিযানে উপজেলার খাটিয়ার হাট এলাকা হইতে একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। স্থানীয়দের দাবি পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনা করে এসব অবৈধ কয়লার চুল্লি ধ্বংস করে স্হায়ীভাবে বন্ধ করা হউক।
এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বাঁশতৈল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *