৪৪ বছর পর সান্তাহারে নির্মিত স্বাধীনতা স্মৃতি মঞ্চ’র উদ্বোধন

Pic-15.12.15
আদমদীঘি প্রতিনিধি : মুক্তিযুদ্ধের শহর বগুড়ার সান্তাহার। কিন্তু ৪৪ বছরেও ছিল মূক্তিযুদ্ধ বা স্বাধীনতার কোন স্মৃতি স্তম্ভ বা মঞ্চ। স্বাধীনতার দীর্ঘ ৪৪ পর এগিয়ে আসেন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারি দল আওয়ামীলীগের স্থানীয় নেতা সাজেদুল ইসলাম চম্পা সহ এক ঝাঁক তরুণ তো-কর্মি। সাজেদুল ইসলাম চম্পার নক্সায় ও উদ্যোগে গত এপ্রিলে স্বাধীনতা স্মৃতি মঞ্চ নির্মানের ভিত্তি দেওয়া হয়। শহরের রেলওয়ে লেভেল ক্রসিংয়ের উত্তর পাশে; এক সময়ের সামরিক ট্যান্সশিফ ট্যাকের উপড় নির্মিত হল স্বাধীনতা স্মৃতি স্তম্ভ। শুরুতে বেশ জোরে শোরেই কাজ চলছিল। মাঝখানে ঢিলে হয়ে যায় নির্মান কাজ। এতে হতাশ হয়ে পড়ে স্বাধীনতা স্বপক্ষের মানুষ। অবশেষে দ্রুতগতিতে নির্মান কাজ শেষ করা হল। বিজয় দিবসের এক দিন পুর্বে মঙ্গলবার সন্ধা ৭টায় এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার মধ্য দিয়ে পূর্ণতা পেল মূক্তিযুদ্ধের শহর সান্তাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *