আট দিনেও শুরু হয়নি ডুবে যাওয়া কার্গো জাহাজের উদ্ধার কাজ

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের পশুর নদীতে কয়লাবাহী এম ভি জিয়া রাজ কার্গো ডুবির আট দিন অতিবাহিত হলেও শুরু হয়নি এর উদ্ধার কাজ। বন বিভাগ ঘটনা স্থলের থেকে যে পানি সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা পরিবেশ অধিদপ্তরের ল্যাবে পাঠিয়েছিল, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে তা পরীক্ষার কাজ সম্পন্ন করা যায় নি। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় জানান, কার্গো জাহাজটির মালিক বলেছেন উদ্ধারকারী জাহাজ ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকালে ওই উদ্ধারকারী জাহাজটি ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ শুরু করবে।
এদিকে ঘটনা স্থল থেকে সংগৃহিত কয়লাযুক্ত পানি খুলনায় পরীক্ষা না হওয়ায়, তা পরিক্ষার জন্য ঢাকায় পেট্রোবাংলার ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ পরীক্ষা রিপোর্ট পেলে, পানিতে ডুবে যাওয়া জাহাজের কয়লার রাসায়নিক বিক্রিয়া ও সুন্দরবনের জীব-বৈচিত্রের উপর এর প্রভাবের মাত্রা সম্পর্কে বিশেষজ্ঞরা অবহিত হতে পারবেন। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত কয়লা বোঝাই জাহাজ এমভি গ্লোবস্টোন থেকে প্রায় ৫১০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জি আর রাজ নামের কার্গোটি যশোরের নওয়াপাড়ায় যাওয়ার পথে মঙ্গলবার রাতে ডুবে যায়। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর জয়মনির ঘোল সাইলো (খাদ্য গুদাম) থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ৪ মাস পর ভোলা নদীতে সারবাহী আরো একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *