ঘোড়াঘাটে ৫০ বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেপ্তার
ইফতেখার আহমেদ খান বাবু : দিনাজপুরের ঘোড়াঘাট থানায়া ৫০ বোতল ফেন্সিডিল সহ মাহামুদুল টিটু নামে একজন মাদক পাচারকারি গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। থানা সুত্রে জানাযায় ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ ফরহাদ ইমরুল কায়েসের মুঠোফোনে দেওয়া গোপন সংবাদের মাধ্যমে তিনি অত্র থানার ফেন্সিডিল পাচার করীদের গ্রেপ্তারে পারর্দশী এসআই সাইফুল্যাহ এএসআই জাহিদ কে সংঙ্গীয় ফোর্সসহ রানীগঞ্জ বাজার এলাকায় পাঠালে অপর দিক থেকে আসা মার্কিং করা, বর্ননা মোতাবেক সেই মোটর সাইকেলটিকে থামার সিগন্যাল দিলে সে তার মোটরসাইকেলটি না থামিয়ে গতি আরো বাড়িয়ে পালানোর চেষ্টা করে। তাকে পুলিশবাহিনী প্রায় ৪-৫কি:মি: ধাওয়া করে অত্র উপজেলার রিশীঘাট যাওয়ার রাস্তা হতে আটক করতে সক্ষম হয়। তার শীতের জ্যাকেটের ভিতরে অভিনব জায়গায় ফেন্সিডিল বহনের জন্য তৈরি করা আর একটি জ্যাকেটে ৫০ বোতল ফেন্সিডিল সেটিংকরা অবস্থায় গাইবান্দা সদর উপজেলার দূর্গাপুর গ্রামার মৃত: কাফী চৌধুরীর পুত্র মো: মাহামুদুল টিটু নামের ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তিতে মাহমুদুলকে জিঙ্গাসাবাদ করলে সে গত কিছুদিন যাবৎ এই মাদক পাচারের ব্যবসা তার পরিবারকে বাঁচানোর জন্য করছেন বলে জানান, এটি তার ৫নম্বর ট্রিপ ছিল বলে জনান। ঘোড়াঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মাহামুদুল টিটু’র নামে ২৫বি(ই)একটি মামলা রেকর্ড হয়েছে বলে ডিউটি অফিসার এএসআই আসাদ সাংবাদিক কে জানান
গোপালপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে।