বদলগাছীতে ভিজিডি চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়ন এবং ৭নং আধাইপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রতি জন ভিজিডি কার্ডধারীদের ৮ কেজি করে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ১৯ আগষ্ট কোলা ইউনিয়ন পরিষদের ১৭৮জন এবং আধাইপুর ইউনিয়ন পরিষদের ১৯০ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে জুলাই ও আগষ্ট দুই মাসের চাল বিতরন করা হয়। কার্ডধারীদের জন প্রতি ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল দেওয়ার কথা। চাল বিতরন কালে নাম প্রকাশ না করার শর্তে কতিপয় কার্ডধারী ও জৈনক ইউপি সদস্য জানান প্রতি প্যাকেট/ব্যাগ এ ৩০ কেজি করে চাল রয়েছে। প্রতিজন কার্ডধারীকে দুটি করে প্যাকেট দেওয়া হয়। প্যাকেট গুলো তারা ওজন করে দেখতে পান প্রতিটি প্যাকেট এ ২৫/২৬ কেজি করে চাল রয়েছে। ফলে প্রতিজন কার্ডধারী ৪ কেজি করে মোট ৮ কেজি চাল কম পেয়েছে। এই ব্যাপারে আধাইপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম খান ও কোলা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী মুকুল বলেন খাদ্য গুদাম থেকে ৩০ কেজি চালের প্যাকেট বা ব্যাগ তাদের দেওয়া হয়। প্যাকেটগুলো ওজন করে নেওয়া হয়নি। এছাড়াও তারা বলেন প্রতিটি প্যাকেট এ ২/১ কেজি করে চাল কম রয়েছে। তবে কোন কোন প্যাকেট এ ৩০ কেজি করে চাল রয়েছে। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মোজাফ্ফর আহম্মেদ জানান প্রতিটি প্যাকেট/ব্যাগে ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। কোন প্যাকেটেই ১শ গ্রাম চালও কম দেওয়া হয় নি।