মোল্লাহাটে সংখ্যালঘু তিন মহিলাকে নির্যাতন করে জমি দখল’র অভিযোগ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে সংখ্যালঘু এক পরিবারের ৩ মহিলাকে সীমাহীন নির্যাতন করে এক খন্ড ফসলি জমি জবর দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগ্রাম মৌজায় গতকাল দুপুর ১২টার দিকের ওই ঘটনায় নির্যাতনের শিকার মহিলাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে প্রকাশ-উপজেলার কামারগ্রাম’র মৃত দিনবন্ধু বিশ্বাস’র পৈত্রিক এক খন্ড জমি তার ২ স্ত্রীর থেকে ৪ বছর পূর্বে বন্ধকী জমায় নিয়ে চাষাবাদ করছেন একই গ্রামের পঞ্চানন বিশ্বাস। ঘটনার দিন ওই জমিতে ধান রোপন কালে বন্ধক গ্রহিতাকে বাধা দেন একই গ্রামের মোমরেজ মোল্লার নেতৃত্বে ৪/৫ ব্যাক্তি। বিষয়টি বন্ধক গ্রহীতার মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক জমির মালিক’র দুই স্ত্রী শান্তিলতা বিশ্বাস (৬০) ও ফুলমালা বিশ্বাস (৪৫) এবং ছেলের বউ মণিকা বিশ্বাস (৩৫) ঘটনা স্থলে ছুটে যান। ওই সময় মোরেজ মোল্লা, কবির শেখ ও ছবেদ আলী মোল্লা সহ ৪/৫ জনে ওই তিন মহিলাকে এলোপাথাড়ী মারপিঠ করা সহ কাদার মধ্যে ফেলে সীমাহীন নির্যাতন করে তাদেরকে জমির থেকে দুরে ফেলে রাখে। এক পর্যায়ে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃস্টি হয়েছে। সংশ্লিষ্ট ইউপি আ’লীগ’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আঃ সবুর মোল্লা সহ কয়েক ব্যক্তি বলেন-হামলাকারী মোমরেজ মোল্লা খ্যতনামা জালিয়াত। এবিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোল্লাহাটে সংখ্যালঘু তিন মহিলাকে নির্যাতন করে জমি দখল’র অভিযোগ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে সংখ্যালঘু এক পরিবারের ৩ মহিলাকে সীমাহীন নির্যাতন করে এক খন্ড ফসলি জমি জবর দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগ্রাম মৌজায় গতকাল দুপুর ১২টার দিকের ওই ঘটনায় নির্যাতনের শিকার মহিলাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে প্রকাশ-উপজেলার কামারগ্রাম’র মৃত দিনবন্ধু বিশ্বাস’র পৈত্রিক এক খন্ড জমি তার ২ স্ত্রীর থেকে ৪ বছর পূর্বে বন্ধকী জমায় নিয়ে চাষাবাদ করছেন একই গ্রামের পঞ্চানন বিশ্বাস। ঘটনার দিন ওই জমিতে ধান রোপন কালে বন্ধক গ্রহিতাকে বাধা দেন একই গ্রামের মোমরেজ মোল্লার নেতৃত্বে ৪/৫ ব্যাক্তি। বিষয়টি বন্ধক গ্রহীতার মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক জমির মালিক’র দুই স্ত্রী শান্তিলতা বিশ্বাস (৬০) ও ফুলমালা বিশ্বাস (৪৫) এবং ছেলের বউ মণিকা বিশ্বাস (৩৫) ঘটনা স্থলে ছুটে যান। ওই সময় মোরেজ মোল্লা, কবির শেখ ও ছবেদ আলী মোল্লা সহ ৪/৫ জনে ওই তিন মহিলাকে এলোপাথাড়ী মারপিঠ করা সহ কাদার মধ্যে ফেলে সীমাহীন নির্যাতন করে তাদেরকে জমির থেকে দুরে ফেলে রাখে। এক পর্যায়ে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃস্টি হয়েছে। সংশ্লিষ্ট ইউপি আ’লীগ’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আঃ সবুর মোল্লা সহ কয়েক ব্যক্তি বলেন-হামলাকারী মোমরেজ মোল্লা খ্যতনামা জালিয়াত। এবিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।