ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
KMP HQ MEDIA CELL [17 APRIL 2025]
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ১৬ এপ্রিল ২০২৫ তারিখ রাতে খালিশপুর থানাধীন বয়রা জংশন রোড থেকে আব্দুল্লাহ শেখ (৩৮), পিতা-মৃত: জালাল শেখ, সাং-রায়েরমহল মোল্লাপাড়া খালপাড়, থানা-হরিণটানা, খুলনাকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানার রের্কড পত্র যাচাই করে আসামী আব্দুল্লাহ শেখের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় ৫ টি মামলার তথ্য পাওয়া গেছে।