যশোর জেলার ঝিকোরগাছা থানাধীন হাজীরবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাক্তার তাহাজ্জত সরকারের কর্তব্য ফাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বার কুল্যে বাজারে মিলনের ফার্মেসিতে বসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে” যাহাতে এলাকাবাসী অতিষ্ট।

বিশেষ প্রতিনিধিঃ যশোর জেলার ঝিকোরগাছা থানাধীন হাজীরবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রোসহ সংকরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দের দায়িত্ব প্রাপ্ত সাব-এ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) তাহাজ উদ্দিন তার স্ত্রী পরিবার কল্যান পরিদর্শিকাসহ উল্লেখ্য হাসপাতালে কর্মরত থাকা সত্তেও তার নিজ সরকারী কর্ম কর্তব্যে উপস্থিত না থেকে ব্যাক্তিগত চেম্বারে অর্থের বিনীময়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। যাহা সরজমিনে অত্র প্রত্রিকার বিষেশ প্রতিনিধিদ্বয় কুল্ল্য বাজারে মিলনের ফার্মেসিতে উপস্থিত হয়ে সকাল ১০ টায় ডাক্তার তাহাজ্জত সাহেবকে দখেতে পায়। তাৎক্ষনিক ডাক্তার তাহজ্জতের চিকিৎসারত অবস্থায় ক্যামেরায় ছবিটি ধারন করা হয়। উল্লেখ্য গোল চিহ্নিত ছবিটি ষ্পষ্ট প্রামান করে ডাক্তার তাহাজ্জত সরকারি কর্তব্য ফাকি দিচ্ছে। যদিও তার সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত উপস্থিত থাকার কথা। এলাকাবাসী আরো জোরালে কন্ঠে ব্যক্ত করে তাহাজ্জত ডাক্তার দুপুর ১ ঘটিকায় আযানের পরেই স্ত্রী পরিবার কল্যাণ পরিদর্শিকাকে নিয়ে হাসপাতাল থেকে রওনা হয়ে যায়। আরো একটি নির্ভরযোগ্য সূত্র ব্যক্ত করে ডাক্তার তাহাজ্জত সুদুর শার্শার নাভারন বাজারে পৌঁছে লিমন ফার্মেসিতে পুনরায় প্রাকটিস শুরু করে। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এই তাহাজ্জত ডাক্তার বিধিবহিঃর্ভুত ভাবে সম্পদ তৈরি করেছে বলে মর্মে জানা যায়। যাহা দুদকের নজরে আনা একান্তই দরকার। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষনে অত্র প্রতিবদেন। (আগামীতে বিস্তারিত আকারে পত্রিকার পাতায় নজর রাখুন।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *