খুলনা পাসপোর্ট অফিসে পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনে প্রতারক চক্রের প্রতি প্রতারণার বার্তা
শেখ জিকু আলম, ভ্রাম্যমান প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের খুলনা মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স এর এক স্মারক নং – কেএমপি, সিটিএসবি, মিডিয়া অ্যান্ড সিপি/ ০১- ২৪ /৭২৮ এর পক্ষ থেকে গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত রাশিদা বেগম পিপিএম-সেবা মহোদয় এক স্মারক নাম্বারে জানান, ইদানিং খুলনার পাসপোর্ট অফিসে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশন দ্রুত করিয়ে দেওয়ার জন্য পুলিশ পরিচয়ে মোবাইলে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে আর্থিক লেনদেন অব্যাহত রেখেছে। যার ফলশ্রুতিতে ভুক্তভোগী পাসপোর্ট ভেরিফিকেশনের সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সে কারণে জনস্বার্থে পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে খুলনার পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোন রকমের অভিযোগ থাকলে তাৎক্ষণিক “Hello SB” এবং ” Hello KMP অ্যাপসের মাধ্যমে অথবা সরাসরি মোবাইল নং -০১৩২০০৫৮৬২০, ০১৩২০০৫৮৬৪০ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে প্রতারণা এড়াতে খুলনা মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স এ মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।