নকলায় প্রশাসনের হস্থক্ষেপে বন্ধ হলো শিক্ষার্থীর বাল্যবিয়ে


আলহাজ্ব মাহবুবর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধির হস্থক্ষেপে বন্ধ হলো ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর বাল্যবিয়ে। রোববার রাতে ঐ কিশোরীর বিয়ের কথা থাকলেও জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্থক্ষেপে তা বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে পার্শ্ববর্তী ইউনিয়নের গণপদ্দি গ্রামের এক যুবকের (২২) বিয়ে ঠিক হয়। গত রোববার সন্ধ্যায় এ বিয়ে হওয়ার কথা ছিল। যথারীতি বরপক্ষের লোকজনও কিশোরীর বাড়িতে এসেছিলেন। কিন্তু বিষয়টি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারকে অবহিত করলে ইউএনও’র নির্দেশে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আরমানা হকের উদ্যোগে চেয়ারম্যান আনিসুর রহমান কিশোরীর বাড়িতে যান এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে কিশোরীর অভিভাবক ও বরপক্ষের লোকজনকে সচেতন করেন। এসময় বর ও কনেপক্ষ এ বিয়ে বন্ধ করতে সম্মত হন। ইউএনও রাজীব কুমার সরকার বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নকলা উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলার সকল নাগরিককে সচেতন থাকতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *