দেবহাটায় মুজিব বর্ষের জমিসহ ঘর পেলেন ভূমিহীন—গৃহহীনরা
মিজানুর রহমান দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় গৃহহীনদের বাসগৃহ উপহার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার বসন্তপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫টি গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়।
কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উক্ত গৃহহীনদের মাঝে বসতঘর হস্তান্তর করা হয়। এদিকে, দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পশ। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম—সম্পাদক আলী মোত্তের্জা মোহাম্মদ আনোয়ারুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর, সাবুর আলী সহ বিভিন্ন কর্মকর্তাগন।
উল্লেখ্য যে, মুজিব বর্ষের উপহারের প্রথম ধাপে ৫টি ঘরের মধ্যে বসন্তপুর এলাকায় নির্মান সম্পন্ন জমির দলিল হস্তান্তর করা হয়।