বাগেরহাট শরনখোলা থানার ওসি তদন্ত মফিজুর রহমান কি বিচারকের উদ্ধে? জিজ্ঞাসা সচেতন এলাকাবাসীর-

ভ্রাম্যমান প্রতিনিধি: বাগেরহাট জেলার সড়নখোলা থানার ওসি তদন্ত মফিজুর রহমান ক্ষমতার অপ-ব্যবহার করে ইচ্ছামত কর্তব্য কর্মে ন্যস্ত। এলাকাবাসী ভাষ্য তদন্ত ওসি মফিজুর রহমান একজনের জমি জবর দখল করে অর্থের বিনিময়ে অন্যকে ভোগ দখলে সহায়তা করছে। মানছে না আদালতের ১৪৪ ধারার নিষেধাজ্ঞাও। এলাকার সচেতন মহলের বক্তব্য উপজেলা নলবুনিয়া গ্রামের বাসিন্দা ফজলুল হকের সম্পত্তি জবর দখল করে অবৈধ ভাবে খাদিজার দখলে দেয় এবং ঐ খাদিজার চিকিৎসায় অবৈধ ভাবে হাসপাতালে ও বিধি বহির্ভূত ভাবে হাসপাতালে অবস্থান করেন তদন্ত ওসি মফিজ। যদিও মফিজের হাসপাতালে সরকারি ভাবে কোন প্রকার ডিউটি নাই। সেহেতু ওসি তদন্ত মফিজকে অন্যত্র বদলি করিলে বাগেরহাটবাসি সস্তি পায়। তাছাড়া পুলিশ প্রশাসনও তদন্ত ওসি মফিজের কার্যকলাপে সন্তুষ্ট নয়। উর্দ্ধতন সংশ্লীষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে অত্র প্রতিবেদনটি প্রকাশ করা হলো। (বিস্তারিত আগামীতে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *