নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরিফের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের মত বিনিময় ও আলোচনা সভা

Noakhali S P Pic
মোঃ নাজিমুদ্দিন মিলন, নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব ইলিয়াছ শরিফ সাহেবের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ শে জুলাই রোজ সোমবার, বেলা ১২.টার সময় ক্লাবের সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি ও আর টিভির নির্বাহী এবং বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাসেলের নেতৃত্বে সাংবাদিকগন পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত সাংবাদিকদের পক্ষ হতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাসেল বক্তব্য রেখে বলেন, আমরা সবাই সাংবাদিকতায় প্রায় সবাই জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করে আসছি। কিন্তু এছাড়াও আমরা নোয়াখালীর সন্তান, তাই আমাদের জেলা মাদকসহ বিভিন্ন ক্রাইম সংবাদ প্রচার করতে আমাদের খারাপ লাগে। এবং সকল অপরাধ দমনে নোয়াখালী জেলা পুলিশ সুপার হিসেবে আপনার যথেষ্ট সুনাম রয়েছে। তাই আমাদের ক্লাবের সাংবাদিকগন সত্য প্রকাশে আপনার দিক নির্দেশনা ও আন্তরিকতা কামনা করছে। জনাব ইলিয়াছ শরীফ উনার বক্তব্যে বলেন আমরা আমাদের দেশ ও সমাজকে ভালবাসতে হবে। সাংবাদিকদের সহযোগিতার কারনে আজ দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রন হয়েছে। মাদক একটি সামাজিক ব্যতি তাই আপনারা সত্য লিখার মাধ্যমে সমাজ হতে মাদক, সন্ত্রাস এবং সকল ধরনের অপরাধ নির্মূলে সাহসিকতার সহিত কাজ করবেন। জনগন ও সাংবাদিকরা সহযোগিতা করলে মাদক নির্মূল করা সহজ হবে। কোন মাদক সেবী ধরা পড়লেও সাক্ষীর দূর্বলতায় সহজে সে জেল থেকে বের হয়ে পূণরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কারণ তার বিরুদ্ধে যথাযথ সাক্ষী পাওয়া যায়না। এবং জনগন তেমন সহযোগিতা করেনা। অথচ এই মাদক আপনার, আমার ও জনগনের সমস্যা। তাই এই সমস্যাকে পারিবারিক সমস্যা মনে করে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমাদের প্রশাসনের পক্ষ হতে পূর্ণ সহযোগিতা থাকবে সব সময়। অপরাধী কোন পুলিশের ব্যক্তিগত দায়িত্ব আমরা নিবো না। অপরাধের সাথে যদি কোন পুলিশ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও আমরা সঠিক ব্যবস্থা নিব। কারন বর্তমান পুলিশ প্রশাসনে অনেক পরিবর্তন এসেছে। দেশ পরিচালনায় পুলিশ যেন জনগনের প্রকৃত বন্ধু হয়ে কাজ কতে কলংক মুক্ত হয় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। এমনকি কোন পুলিশ মাদকাসক্ত কোন পুলিশ যদি প্রমান মিলে তাহলে তাদেরকে চাকুরী হতে বাদ দিয়ে দিচ্ছি। তাই আগামীতে আপনারা সকল সাংবাদিক আমাদের সত্য সংবাদের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন। এবং আমরাও আপনাদের সহযোগিতায় পাশে থাকবো সব সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *