মোল্লাহাটে ঘুমিয়ে গাড়ী চলনার কারণে দুর্ঘটনায় চালক নিহত

012
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ঘুমন্ত অবস্থায় পিকআপ ভ্যান চালনাকালে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে লাগিয়ে চালক’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট আবুল খায়ের সেতুর নিকট মা ফিলিং ষ্টেশনের সামনে গতকাল ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম হাসিবুর মোল্লা (২২), তার বাড়ী খুলনা জেলার ফুলতলা থানার যুগ্নিপাশা গ্রামে। নিহত হাসিবুরের আপন ভাই মাসুম মোল্লা ও ভগ্নিপতি আজহারুল ইসলাম’র বরাত দিয়ে হাইওয়ে থানা পুলিশের এসআই জামাল জানান-খুলনা মেট্রো ন-১১-১২৩৭ নং পিকআপটি মাদারীপুর থেকে খুলনার দিকে ফিরে আসছিলো। চালকের ঘুম আসার কারণে সঙ্গে থাকা তার আপন ভগ্নিপতি বারবার গাড়ী চালাতে নিষেধ করেন। উক্ত নিষেধ উপেক্ষা করে গাড়ী চালনাকালে দুর্ঘটনা স্থলে মহাসড়কের পাশে বিপরিতে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে লাগিয়ে দেয়। ওই ঘটনায় ট্রাকের তেমন কোন ক্ষতি না হলেও পিকআপের সামনে দুমড়ে মুষড়ে গিয়ে সিটে বসা অবস্থায় চালকের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *