শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২ পরীক্ষার্থী বহিস্কার

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল করার অভিযোগে ২ পরীক্ষার্থীকে বহিস্কার করেছে কতৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ওই ঘটনা ঘটে।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বহিস্কৃত বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে বহিস্কৃত পরীক্ষার্থী উপজেলার নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কেন্দ্রে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র কক্ষ পরিদর্শনকালে ওই পরীক্ষার্থীদ্বয়কে নকলসহ হাতেনাতে ধরে ফেলেন এবং তাদেরকে বহিস্কারের নির্দেশ দেন।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক জানান পরীক্ষা শুরুর আগে বৃষ্টি থাকায় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা সম্ভব হয়নি। সেজন্য এমনটি হতে পারে। তবে সুন্দর, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষাগ্রহণে আমরা কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *