নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ধ্বংস ১৩ ড্রেজার, ৬ লড়ি জব্দ

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি লড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা অবধি পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় ওই অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ভোগাই নদীর পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ি। এমন অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

ওইসময় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয় এবং অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি লড়ি জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের জন্য তৈরি করা ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান ভ্রাম্যমাণ আদালতে ১৩টি ড্রেজার মেশিন ধ্বংস, ৬টি লড়ি জব্দ এবং ১৫টি বাঁশের মাচাসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *