যমুনা ব্যাংকে চাকুরী দেবার নামে সাড়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুর গ্রামের মৃত নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে লিটন কুমারকে যমুনা ব্যংকে চাকুরী দেবার নামে ০৪ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: আ: রাজ্জাকের ছেলে ও চাকুরীচ্যুত সেনাবাহিনীর মেজর জাহাঙ্গীর আলম।
লিটন কুমার অভিযোগ করেন, অভিযুক্ত জাহাঙ্গীর আলম এর কাছে টাকা ফেরত চাইলে লিটন কুমারকে ১৮ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় মোবাইল ফোনে (০১৭৯৭ ৮৫০১২৬) এই নাম্বারে প্রাণ নাশের হুমকি প্রদান করেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে মোবাইল ফোনে অভিযুক্ত জাহাঙ্গীর আলম এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের অর্থের বিনিময়ে সংবাদ না করার অনুরোধ করেন।