মেলান্দহে দুরমুঠ মাজার মেলায় ১১ কেজি গাঁজাসহ আটক ৩

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে উপজেলার দুরমুঠ মাজারের মাসব্যাপী ওরস হতে ১১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত শাহ কামাল (র) এর মায়ের মাজার হতে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জের মোঃ রেজাউল করিম (৫৭), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাচমারা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৪৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোহাম্মদ উজ্জ্বল মিয়া (৪০)

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মেলান্দহ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুরমুঠ হযরত শাহ কামালের মায়ের মাজারের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এ সংবাদে উপ পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা কর৷ পালানোর সময় পুলিশ সদস্যরা মাদক কারবারিদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্লাষ্টিকের বাজারের ব্যাগে আশরাফুল ইসলামের কাছে ৫ কেজি, রেউজাল করিমের কাছে ৩ কেজি,উজ্জ্বল মিয়ার কাছে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

এব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদক বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *