প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের জাতীয়করণ, ঈদ বোনাসের দাবি

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরীদের চাকরি জাতীয়করণ ও ঈদ বোনাস পুনর্বহালসহ ৪ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছেন ওই পদে কর্মরতরা।বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা আট দিনের মতো অবস্থান কর্মসূচিতে ওই দাবি জানান সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম-প্রহরী সমন্বয় কেন্দ্রীয় পরিষদের নেতারা। এতে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক মো. মামুন সরদার, সদস্য সচিব মো. আব্দুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান, মো. শামীম রেজা প্রমুখ।বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর আউটসোর্সিং নীতিমালায় জীবনের ঝুঁকি নিয়ে অমানবিক দায়িত্ব পালন করে আসছি। এ অবস্থায় দাবি বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
তাদের দাবিগুলো হলো- দপ্তরি কাম-প্রহরীদের পদটি জাতীয়করণ, উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও শিক্ষা ভাতা পুনর্বহাল, প্রণোদনা সর্বনিম্ন ১০০০ টাকা করা ও কর্মঘণ্টা নির্ধারণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *