সুন্দর বনে বৃদ্ধি পেয়েছে বাঘ হরিণ অন্যান্য প্রানী

এমরান হোসেন বাবুল মোংলা খুলনা: সুন্দর বনে বাঘ হরিণের অভয়ারণ্যে ভরপুর তেমনি
অন্যান্য বিভিন্ন প্রাণী এবং গাছ পালা তরিলতায় সবুজায়ানে ভরপুর। তাই সুন্দর বনে যেমন বাঘ হরিণ সহ বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তেমনি সুন্দর বনে বন্য প্রাণীর আবাসস্থলেরব ও উন্নয়ন ঘটেছে জানা গেছে সুন্দর বন করমজল পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয় টি নিশ্চিত করে বলেন চলতি বছর শুরু হওয়া বাঘ জরিপে বাঘ বৃদ্ধির ইংঙ্গিত মিলেছে। তবে আমাদের পুরো জরিপ চলতি বছরের।
২৫.জানুয়ারি ২০২৪. থেকে শুরু হওয়া বাঘ জরিপে
বাঘ বৃদ্ধির ইংঙ্গিত মিলেছে তবে পুরো জরিপ চলতি বছরের আন্তর্জাতিক বাঘ দিবসের, ২৯.জুলাই ২৪.এর আগে শেষ হবে ঠিক তখন বাঘের সঠিক তথ্য পাওয়া যাবে। তিন আরও বলেন বাঘ জরিপের আগে বাঘের খাদ্য হিসেবে সুন্দর বনের হরিণ বানর বন্য শুকর গুইসাপ সাজারুর উপর বন বিভাগ জরিপ চালিয়েছে
গুইসাপ ওসাজারুর পুর্বের জরিপ বা পরিসংখ্যান না
থাকায় এগুলোর সংখ্যা বেড়েছে নাকি কমেছে তা নির্ধারণ করা যায়নি তবে বর্তমান জরিপে বেড়ে দাঁড়িয়েছে ১১২২লাখ ৩৬ হাজার ৬০৪.টি
২০০৪, সালে বন্য শুকর ছিলো ২৮.হাজার
বর্তমানে ত দাঁড়িয়েছেন প্রায়, ৪৭.হাজার, ৫১৫.টি,।
২০০৪,সালে বানর, ৫১.হাজার।
বর্তমানে তা দাঁড়িয়েছেন, ১.লাখ, ৫২,হাজার ৪৪৪,টি
বর্তমানে, গুইসাপ আছে, ২৫.হাজার, ১২৪.টি এবং
বর্তমানে সাজরু আছে, = ১২.হাজার, ২৪১.টি।
আরও জানতে চাইলে খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দে বলেন ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩সালের ডিসেম্বর পর্যন্ত জার্মানির
কে এফ ডাব্লিউ, ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের ( আই ইউ সি এন) সার্বিক সহ যোগিতায় সুন্দর বনে, হরিণ সহ ৫ টি
প্রাণীর সংখ্যার উপর জরিপ চালানো হয়েছে যা
কোস্ট গার্ড বিজিবি ও বন বিভাগের নিয়মিত টহলের কারণে হরিণ শিকারের সুযোগ কমে গেছেন এবং
সুন্দর বনের দুবলায় রাসমেলা বন্ধ হয়ে জায়াতে এবং
সুন্দর বন জলদস্যু মুক্ত হওয়ায় হরিণ শিকার কমেছে
এছাড়াও সুন্দর বনে অভয়ারণ্য বৃদ্ধি ও আবাসস্থল উন্নয়ন ঘটায় বন্য প্রাণীর প্রজনন শক্তি বা ক্ষমতা বৃদ্ধি পেয়েছেন বলে জানিয়েছেন।
খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দে
এমরান হোসেন বাবুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *