কারাফটকে ৩০০ পিস ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে কারাগারের ভিতরে প্রবেশের সময় গেটে তল্লাশিকালে তার পকেট থেকে ওই ইয়াবা উদ্ধার করে কারারক্ষীরা।

গ্রেফতারকৃতের নাম-সাইফুল ইসলাম (৫৭)। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার আদুরভিটি এলাকার মৃত আব্দুল জলিল মাস্টারের ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার দুপুর ১২টার দিকে ডিউটির জন্য কারাগারের ভিতরে প্রবেশ করছিলেন প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম। এসময় গেটে তল্লাশিকালে তার পকেট থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করে কারারক্ষীরা। পলিথিনের জিপার প্যাকেট ভর্তি ইয়াবা টেবলেটগুলো টেপ দিয়ে পেঁচিয়ে বিশেষ কায়দায় ইউনিফর্মের ভিতরে বুকের সঙ্গে আটকানো ছিল। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত ২০২২ সালের ৫ জুন থেকে এ কারাগারে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার এস আই আবু সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে (৫৭) গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই কারাগারের জেলার মো. লুৎফুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *