জেলা প্রশাসনের অভিযানে দুইটি ভেকু জব্দ।

মশিউর রহমান : ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে কৃষিজমির ক্ষতি সাধন করায় শুক্রবার ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম দুইটি ভেকু মেশিন জব্দ করেছে।
এদিকে অবৈধভাবে মাটি কাটায় জমির মালিক, এক্সকেভেটরের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানের সময় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নুরুন্নবী, অফিসার ইন-চার্জ শেখ মো: সোহেল রানা সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মল হক ও মধুহাটির চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস উপস্থিত ছিলেন। এদিকে অভিযোগ উঠেছে, ঝিনাইদহ জুড়ে জমির শ্রেনী পরিবর্তন করা হচ্ছে। ঝিনাইদহ জেলায় জমির শ্রেনী পরিবর্তন যেন মহামারিতে পরিণত হয়েছে। এ নিয়ে প্রতি বছর পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কেউ কোন গুরুত্ব দেন না। মাটি ব্যবসায়ীকরা দেদারছে মাটি কেটে কৃষি জমি টপছয়েল ক্ষতি গ্রস্থ করছে। অন্যদিকে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করে জলাবদ্ধাতার সৃষ্টি করছে। মধুহাটি, সাগান্না, হলিধানী ও সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন মাঠে ফসলী জমিতে খনন করা হচ্ছে পুকুর। ফলে যত্রতত্র পুকুর খননের ফলে আবাদী জমি কমে আসছে। সেই সঙ্গে পানি বের হতে না পেরে মাঠের পর মাঠ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইতিপুর্বে বংকিরা গ্রামে জলাবদ্ধতার কারণে কৃষকদের দুর্দশা লাঘবে বিএডিসি সাড়ে ৪ কিলোমিটার খাল খনন করতে বাধ্য হয়। অনেকেই অভিযোগ করেছেন, স্থানীয় চেয়ারম্যান, পুলিশ ফাড়ি ও নেতাদের ইন্ধনে মাটির রমারমা ব্যবসা চলে আসছে। তারা প্রতি নিয়ত ভেকু মালিক, ভাটা মালিক ও পুকুর মালিকদের কাছ থেকে টাকা গ্রহন করে থাকে বলে অভিযোগ রয়েছে। বাথপুকুর গ্রামের আকবর মেম্বর, হালিম গাজী, ও বৈডাঙ্গার বিল্লাল হোসেন এলাকায় মাটির ব্যবসা করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *