জেলা জজকে শাহীন এমপি বললেন, আসামিকে জামিন দেননি কেন?
ডেস্ক রিপোর্ট : যশোর জেলা প্রশাসনের ইফতার মাহফিলে সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের বাক্বিতণ্ডার অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে আলোচনার ঝড় বইছে| হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিন না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ বিতণ্ডার সূত্রপাত বলে ঘটনাস্হলে উপস্হিত বিশিষ্টজনরা উল্লেখ করেছেন| গত ২৮ এপ্রিল যশোর সার্কিট হাউজে জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিলে অপ্রীতিকর ঘটনাটি ঘটে| এ বিষয়ে শাহীন চাকলাদারের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি| ইফতারে উপস্হিত বিশিষ্টজনেরা জানান, ইফতারের কিছু সময় আগে জেলা ও দায়রা জজের সঙ্গে শাহীন চাকলাদারের উত্তপ্ত বাক্যবিনিময় হয়| অনুষ্ঠানে উপস্হিত একজন কর্মকর্তা জানান, ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠান মঞ্চের একপ্রান্েত জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় জোয়ারদার ও সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক বসেন| তাদের কয়েক জনের পরে শাহীন চাকলাদার বসেন| ইফতারির কিছুক্ষণ আগে শাহীন চাকলাদার সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলামের সামনে গিয়ে দাঁড়ান| এ সময় তাকে সম্মান দেখাতে জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ওঠে দাঁড়ান| এ সময় শাহীন চাকলাদার জেলা ও দায়রা জজের কাছে হত্যা মামলায় চার্জশিটভুক্ত গ্রেফতারকৃত আসামি রওশন ইকবাল শাহী কেন জামিন পাননি তা জানতে চান| জনসম্মুখে একজন জনপ্রতিনিধির এমন প্রশ্নে জেলা ও দায়রা জজ বিব্রত হন| বিষয়টি তার এখতিয়ারভুক্ত নয় বলে জানান| শাহীন চাকলাদারের ঐ প্রশ্নে আপত্তি জানিয়ে জেলা ও দায়রা জজ বলেন, ‘আপনি এটা বলতে পারেন না|’ এসময় পরিস্হিতি বেশ খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে| একপর্যায়ে জেলা ও দায়রা জজ ইফতার মাহফিল থেকে চলে যাবার জন্য উঠে পড়লে সেখানে উপস্হিত জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ অন্যরা তাকে নিবৃত করেন|
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান| বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্হা তদন্ত শুরু করেছে| উল্লেখ্য, আলোচিত ঐ ছাত্রনেতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী নাঈমুল ইসলাম রিয়াদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি| তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় সম্প্রতি র্যাব তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়|