জামালপুর পৌরসভায় ২৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভায় ২০২১-২২
অর্থ বছরে উন্নয়ন কাজের জন্য ২৮৪ কোটি টাকার প্রস্তাাবিত বাজেট
ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার (৩০জুন)দুপুরে পৌরসভা
মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন জামালপুরের
পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু। প্রস্তাবিত বাজেটে মোট
ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি ৬৮লাখ ৬৬হাজার ৪৭১ টাকা এবং স্থিতি
দেখানো হয়েছে ১০ কোটি ৩ লাখ ৫হাজার ৬২৭টাকা। সর্বমোট প্রায়
২৮৪ হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেট ঘোষনা করেছেন পৌর মেয়র
আলহাজ ছানোয়ার হোসেন ছানু।
প্রস্তাবিত বাজেট সম্পর্কে পৌর মেয়র বলেন, বাজেটে কোন কর আরোপ
করা হয়নি, তবে এবাজেটে বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা
হয়েছে। এ ছাড়া পৌর নাগরিদের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌছে দিতে
‘এ্যাম্বুলেন্স সার্ভিস’ হ্যালো মেয়র ও হটলাইন শীঘ্রই চালু করা হবে।
বাজেট পেশকালে প্যানেল মেয়র, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।