পাইকগাছায় সরকারী জায়গা দখল,অনৈতিক কর্মকান্ডের খবর প্রকাশিত হলে সাংবাদিককে হুমকি ! অত:পর মামলার ভয় দিচ্ছে সমিরন সাধু !
মো: মুজিবুর রহমান: খুলনা জেলার পাইকগাছা উপজেলা ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদের বোয়ালিয়া গ্রামের সমিরন সাধু অবৈধভাবে সরকারি জায়গা দখল করে মাটি কেটে ভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে পরিবেশ দুষিত করছে। এ প্রতিনিধি সরজমিনে গিয়ে দেখেন নদীর সংলগ্ন তাহার ভাটার কার্যক্রম নিয়ন্ত্রন করেন এবং ওয়াপদার ছাইট দিয়ে পর্যাপ্ত পরিমাণে মাটি কেটে নৌকা ভরাট করে ভাটার কার্যক্রম নিয়ন্ত্রন করছে । নৌকায় মাটি পরিপূর্ন আছে এমন কিছু ছবি দেখতে পাবেন। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানাযাবে এছাড়া তাহার বিরুদ্ধে অন্যান্য আরো অনেক অভিযোগ আছে। নদীর চরভরাটি জায়গা সমিরন সাধুর দখলে আছে। এ বিষয় নিয়ে কেউ সমিরন সাধুর কাছে জানতে চাইলে সে রুঢ় আচারন করে । আরো বলেন আমি কিন্তু সমিরন সাধু আমাকে ভালো চিনতে হবে আমার হাতটা কিন্তু অনেক লম্বা। তাছাড়া আমি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুজা উৎযাপন কমিটির সভাপতি। আমার সকল ধরনের মানুষের সাথে যোগাযোগ আছে। আমার কাজে কোনো বাধা দিলে তাকে জেল হাজতে থাকতে হবে । তাই সমিরন সাধুর অবৈধ্য কার্যকলাপের অবশান করতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এ প্রতিনিধি।