সাধুহাটি পিডিপি বিদ্যুতের সাব-ষ্টেশনের ভেলকিবাজিতে ডাকবাংলার জনজীবন অতিষ্ঠ!

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি: সাধুহাটি সাব- ষ্টেশনের বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে উঠেছে ডাকবাংলার জনজীবন। ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে রয়েছেন এই সাব-ষ্টেশনের গ্রাহকেরা। পবিত্র মাহে রমজান মাসে বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপণায় বিপাকে পড়েন মুসল্লিরা। প্রচন্ড গরমের মধ্যে দিনের বেলায় যেমন লোডশেডিংয়ের কমতি নেই তেমনি সকাল-সন্ধ্যা নামাজ, সেহরী ও ইফতারের সময় বিদ্যুৎতের ভেল্কিবাজিতে বেকায়দায় পড়েন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ কর্তৃপক্ষের ইচ্ছে-অনিচ্ছেয় চলেছে এখানের বিদ্যুৎ ব্যবস্থা। সাধুহাটি সাব- ষ্টেশনের আওতাধীন গ্রাহকের দুর্ভোগের বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষ মোটেই আমলে নিচ্ছেন না। ঘন-ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনায় উপজেলার সাধুহাটি, সাগান্না ও মধুহাটি গ্রামের গ্রাহকদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ ও উত্তেজনা। বিদ্যুতের এমন খামখেয়ালিপণা একমাস ধরে চলে আসলেও প্রথম রোজা থেকে এর ভয়াবহতা মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। সারাদিন ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটলে ইফতারের আগে ও পরে এর তীব্রতা বেড়ে যেতে দেখা গেছে। প্রচন্ড গরমে ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাটে এখন অতিষ্ট হয়ে উঠেছে সাধুহাটি,সাগান্নাও মধুহাটিসহ ডাকবাংলা ত্রিমহনীর বিশিষ্ট কলকারখানা ও ব্যবসায়ী মহল। ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তাৎক্ষনিক জানারও উপায় থাকে না। প্রায় সময়ই প্রকৌশলীসহ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন বন্ধ থাকে। বিদ্যুৎ চলে যাওয়ার কত সময়ের মধ্যে আবার বিদ্যুৎ পাবে এ বিষয়টি জানারও কোন উপায় থাকে না গ্রাহকদের। তাই রমজান মাসে এই চরম লোডশেডিং থেকে মুক্ত পেতে পিডিবি কতৃপক্ষের নেক দৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন এলাকার সুশীল সমাজসহ সাধারণ মানুষ। এবিষয়ে সাধুহাটি সাব-ষ্টেশনের মিটার রিডার মামুন খাঁন প্রতিবেদককে বলেন,সাধুহাটি সাব-ষ্টেশনে বর্তমানে দুইটি ফিডার যেখানে ৬ ফিডারে অন্তর্ভুক্ত হবে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও ভয়াবহ করোনা ভাইরাসের থাবা পড়াতে পুরো দেশ লক ডাউন থাকায় এই কাজ স্থগিত সুতরাং একাজ সম্পূর্ণ শেষ হলেই বিশেষ করে এ সমস্যা হতে রেহায় পাওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *