ঢাকা মিরপুর বিআরটিএ অফিসে কর্মরত আইএসএস কর্মচারী রহিস এবং আজাদ মামা-ভাগ্নে বিআরটিএ অফিস চত্ত্বরে ক্ষমতার অপব্যবহার করছে।
ভ্রাম্যমান প্রতিনিধি: ঢাকা মিরপুর বিআরটিএ অফিসে কর্মরত আইএসএস এর কর্মচারী আজাদ এবং রহিস এর অত্যাচার ও ক্ষমতার অপব্যবহার গ্রাহকদের অতিষ্ঠ করে তুলেছে যাহা লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিরা ব্যক্ত করে। উপরের ছবিতে স্পষ্ট প্রকাশ পায় যে, একজন গ্রাহকের কাগজপত্র নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছে রহিস। আরো একটি ছবিতে প্রকাশ প্রায় আইএসএস এর সংরক্ষিত পোশাক আছে বটে কিন্তু ন্যাম প্লেটে নাম থাকার বিধান থাকা স্বত্বেও কেন ন্যামপ্লেটে নাম নেই তাহা এখন ভুক্তভোগীদের জিজ্ঞাসা। ন্যামপ্লেটে নাম থাকলে সহজে ধরা পড়ার ভয়ে ন্যামপ্লেটে নাম খালি রেখে ব্যস্ত দিন পার করছে। তবে বিআরটিএ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যদের ভাষ্য আজাদ এবং রহিস তারা মামা-ভাগ্নে হওয়াতে আইএসএস এর অন্যান্য কর্মচারীদের তোয়াক্কা না করে বিআরটিএ এর অনেক কাজ দখল করে রেখেছে। অপরদিকে আজাদ আইএসএস এর পোশাক ছাড়াই বিআরটিএ অফিস চত্ত্বরে গর্বিত স্বরে বিআরটিএ’র পরিচয়ে ধোকাবাজি করছে। যদিও তারা বিআরটিএ অফিসে ভাড়া করা স্টাফ। মূলত বিআরটিএ কর্তৃপক্ষের কোন কর্মচারী নয়। আইএসএস কর্তৃপক্ষের নজরে আনা দরকার যেহেতু আইএসএস দপ্তরের সম্মানহানি হচ্ছে।
(বিস্তারিত আগামীকে পত্রিকার পাতায়)