নাটোরে ৮০ হাজার অবৈধ ডলারসহ দুই যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি: ভারত থেকে নিয়ে আসা ৮০ হাজার আমেরিকান ডলারসহ দুই যুবককে গ্রেফতার করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে নাটোর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত দুই যুবক হচ্ছে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানাধীন আলমপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মঈন উদ্দিন (২৭) এবং মৃত ফরিদ আহমেদের ছেলে রাসেল মিয়া ( ২৫)। বৃহস্পতিবার রাতে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ৩১ ডিসেম্বর ভারত গমন করে ঐ দু’জন বৃহস্পতিবার দেশে ফিরে আসেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় তল্লাশী করে ঐ দু’জনের পায়ের সেন্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১০০ ডলারের আট হাজারটি নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮০ হাজার ডলারের আর্থিক মূল্যমান বাংলাদেশী মুদ্রায় ৬৭ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দু’জন আর্থিক মূল্যমান বেশী হওয়ায় বাংলাদেশ থেকে ইউরো নিয়ে ভারতে এবং ভারত থেকে ডলার নিয়ে বাংলাদেশে টাকায় রুপান্তর করে আসছিল। তাদের পাসপোর্টে একাধিকবার নিয়মিত ভারত গমনের ভিসা এবং বন্দর অতিক্রমের সীল রয়েছে বলে পুলিশ সুপার জানান। নাটোর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান মানি লন্ডারিং আইনে বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *