স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর পরবতী কর্মসূচি: শাজাহান খান
অপরাধ তথ্যচিত্র ডেক্স: নতুন সড়ক আইনের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেছেন, শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় আমরা বিভিন্ন সমস্যা এবং দাবির বিষয় তুলে ধরব। তিনি কিভাবে এই সমস্যা সমাধান করবেন সেটা বুঝে পরবর্তীতে শ্রমিক ফেডারেশন কর্মসূচি তুলে ধরবে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেগুন বাগিচার স্বাধীনতা হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বর্ধিত সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। শাজাহান খান বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ে সচেতনতা কর্মসূচি অংশ হিসেবে বিআরটিএ থেকে একটি লিফলেট বিতরণ করা হয়। এই লিফলেটে শ্রমিকদের বিরুদ্ধে ১৩টি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। সচেতন শুধু শ্রমিকদের করতে হবে। পথচারীদেরও, ইঞ্জিনিয়ারদের, পুলিশের কি সচেতন হতে হবে না। এই লিফলেটে সড়ক আইনে সকলের বিরুদ্ধে শাস্তির কথা উল্লেখ করা উচিত ছিল। তিনি আরও বলেন, বিআরটিএ-তে লিফলেট বিতরণ করে শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। যার ফলে পুলিশের বিরুদ্ধে শ্রমিকদের মনে অসন্তোষ দেখা দেয়। এর ফলেই শ্রমিকরা স্বতঃস্ফুর্তভাবে আন্দোলন নেমে যায়।