ছেলেধরাদের গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান

অপরাধ তথ্যচিত্র ডেক্স: কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে। শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডয়া) সোহেল রানা ব্রেকিংনিউজের মাধ্যমে দেশবাসীর কাছে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানোকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিকভাবে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুজব ছড়িয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।’ সোহেল রানা আরও বলেন, ‘ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো নিহতের ঘটনা ঘটেছে পুলিশ প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।’ উল্লেখ্য, ছেলে ধরা সন্দেহে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) নেত্রকোণায় ব্যাগে থাকা শিশুর কাটা মাথা বহনকারী এক রিকশাচালককে হত্যা করে উত্তেজিত জনতা। শনিবার (২০ জুলাই) ঢাকার বাড্ডায় ও নারায়ণগঞ্জে আরও দু’জন নিহত হয়েছে। শনিবার পাবনা ও চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *