রেললাইন চালু হলে মোংলা বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে: রেলমন্ত্রী
মনির হোসেন,মোংলা: রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের সরকার খুলনা-মংলা রেল লাইনের নির্মাণ কাজ শুরু করেছে। রেল লাইনের নির্মান কাজ শেষ হলে এ বন্দরে আমদানী রপ্তানীকৃত পণ্য পরিবহন আরো সহজ হবে। এ বন্দরের প্রতি বিনিয়োগকারীরা আরো আকৃষ্ট হবে। তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কোন প্রকার অনিয়ম হলে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২ টায় মংলা বন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবন “পারিজাত” এ খুলনা-মোংলায় নিযুক্ত রেল মন্ত্রনালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠান সহ অন্যান্য সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রেলমন্ত্রী ।এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান সহ সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা,আমদানি রপ্তানীকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি,বিনিয়োগকারী, বন্দর ব্যবহারকারীও সাংবাদিকবৃন্দ। এর আগে রেলমন্ত্রী বন্দরের অতিথি ভবন “পারিজাত” এ এসে পৌঁছলে পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।