দামুড়হুদার দর্শনা চেকপোষ্টে বিপুল পরিমান ইউএস ডলার ও ভারতীয় রুপি এক জন আটক
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোষ্টে ভারত থেকে আসার পথে পাসপোর্টধারী যাত্রী মিজানুর রহমান কে (২২) ১৮হাজার ইউএস ডলার ও ৪ হাজার ৭১০ভারতীয় রুপিসহ আটক করেছে বিজিবি। মিজানুর রহমান শরিয়তপুর জেলার জাজিরা থানার চরদুপুর বালিকাকান্দি গ্রামের রতন ব্যাপারীর ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দর্শনা চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা বিজিবির অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ আজ দুপুর আড়ায়টার দিকে এক প্রেসবিজ্ঞতিতে জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন একজন পাসপোর্টধারী যাত্রী পাসপোর্ট নম্বর বি,কিউ ০৭৩৭১১৯ ভারত থেকে অবৈধ ভাবে মালামাল নিয়ে দর্শনা চেকপোষ্ট দিয়ে দেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিতিত্বে তার নেতৃত্বে দর্শনা আইসিপি চেকপোষ্টে কর্তব্যরত টহলদলের হাবিলদার আকরাম হোসেন চেকপোষ্ট থেকে পাসপোর্টধারী মিজানুর রহমান কে আটক করে। পরে তার ট্রলি তল্লাশি করে ১৮ হাজার ইউএস ডলার ও ৪ হাজার৭১০ ভারতীয় রুপি উদ্ধার করে। যা বাংলাদেশী পনের লক্ষ সতের হাজার সাতশত ছেচল্লিশ টাকার সমপরিমাণ। উদ্ধারকৃত ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। আটককৃত মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে ভারতীয় রুপিসহ দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হবে বলে বিজিবি জানান।