কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন


কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সদর উপজেলার হররা মাদ্রাসা পাড়ার বাসিন্দা মৃত আরশাদ আলী মিয়ার ছেলে আক্কাস আলী মিয়া (৫৮)। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল আসামি তার নিজ বাড়িতে স্ত্রী সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া গ্রামের শামসুল হক প্রধানের কন্যা খোদেজা খাতুন (৩৬) কে প্রথমে শারিরীক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা শেষে গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। এঘটনায় নিহতের ভাই আব্দুল কাদের বাদি হয়ে আক্কাস আলীকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর এ মামলায় পুলিশ তদন্ত শেষে হত্যা মামলা হিসেবে আমলে নেয়ার সুপারিশ করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় প্রদান করেন। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সামস তানিন মুক্তি জানান, ‘পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে এই হত্যাকাণ্ডে সন্দেহাতীতভাবে আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এ রায় ঘোষণা করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *