সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ পাচারকারী আটক


এস.এম. সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে হরিণের মাংস ও হরিনের মাথা ও মাংসসহ মোঃ শামীম মিস্ত্রী (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল তাকে আটক করে। আটক মোঃ শামীম মিস্ত্রী খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাঠবুনিয়া গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রির ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, অবৈধভাবে হরিণের মাংস বিক্রির জন্য নিজের কাছে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়েছে। এসময় ৫০কেজি হরিণের মাংস, ২টি হরিনের মাথা, একটি ইঞ্জিন চালিত নৌকা ও একটি দেশীয় নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটক শামীম, উদ্ধারকৃত মালামাল, হরিণের মাংস ও মাথা নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *