সাতক্ষীরায় বকচরায় ১০ম শ্রেণির ছাত্র খুন
রেজওয়ান আহমেদ: সাতক্ষীরায় দশম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্র সাকিব হোসেন (১৬) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা চৌ-রাস্তার মোড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
সূত্র জানায়, সাকিব হোসেন, রাশেদ ও অমি পুলিশ লাইনস স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। তারা মঙ্গলবার সন্ধ্যায় বকচরায় মাহফিল শুনতে যায়। সেখানে যেয়ে কামালনগর কলোনির আব্দুল কাদের ও একই এলাকার জনৈক শান্তর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের তর্ক্-বিতর্ক্ হয়। বিষয়টি সেখানেই নিষ্পত্তির পর মাহফিল শুনে বাড়ি ফেরার পথে বকচরা বাইপাস সড়কে পৌঁছানো মাত্রই কাদের ও শান্তসহ তাদের কয়েকজন সঙ্গী সাকিব, রাশেদ ও অমির উপর হামলা করে। এসময় গাছের ডাল দিয়ে তাদের এলোপাতাড়ি পিটানো হয়। সাকিব ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আহত হয় রাশেদ। দৌড়ে পালিয়ে প্রাণে বেচে যায় অমি। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সাকিব ও রাশেদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।সাতক্ষীরা সদর থানার ওসি জনাব মারুফ আহমেদ জানান মঙ্গলবার রাত্রে বকচরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল শুনে সাতক্ষীরা শহরে ফিরছিল। আসার সময় তাদের মধ্যে প্রেমঘটিত ঘটনা নিয়ে বিরোধ বাধে। এক পর্যায় বন্ধুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠির আঘাতে স্কুল ছাত্র সাকিব হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। ওসি মারুফ আরও জানান, সাকিব হোসেন সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণীর ছাত্র। তার পিতা নজরুল ইসলাম কলারোয়া থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। সাতক্ষীরা জেলা শহরের পলাশপোল বৌ বাজার এলাকায় তারা ভাড়া থাকে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে। হত্যাকারীকে সনাক্ত করার চেষ্টা চলছে।