বেনাপোল সীমান্ত ১মাসে ৬ কেজি সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল এখন সোনা পাচারের সবচেয়ে নিরাপদ রুট হিসাবে বব্যহার করছে সোনা পাচারকারীরা। ঢাকা আর্ন্তজাতিক শাহজালাল বিমান বন্দর ও কলকাতা দমদম এয়ারর্পোট কড়াকড়ি আরোপ করায় বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট এখন নিরাপদ রুট হিসাবে ব্যবহার হচ্ছে। গত কয়েকদিনে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা জিরো পয়েন্ট এলাকা থেকে প্রায় ৪ কেজি স্বর্ণ আটক করেছে। সোনা বহনের সাথে জড়িত থাকা ৪ ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে এক জন মহিলা সোনা বহনকারী আটক হয়। আটককৃত ব্যক্তিরা কেউ মূল মালিকের নাম জানেন না। তাদের এই স্বর্ণ বহন করে কলকাতা পৌছে দিলে ৫ থেকে ১০ হাজার পায়। কাস্টমস শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে আটকৃতরা প্রাথমিক তথ্য দিলে পরে জানা যায় প্রকৃত মালিকের বাড়ি কলকতা সহ ভারতের বিভন্ন রাজ্যে। এসব সোনা বহনকারীরা প্রকৃত মালিকদের চিনেন না চিনেন সিন্ডিকেট প্রধানরা। সিন্ডিকেট প্রধানরা বিভিন্ন দেশ থেকে সোনা এনে তা তাদের সদস্যদের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করান। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব অল্প হওয়ায় এখন নিরাপদ রুট হিসাবে বেচে নিচ্ছে। বেনাপোল কাস্টমস গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক ডেপুটি কমিশনার মোঃ আব্দুস সাদেক জানান, ভারতগামী পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সোনা আটক করা হয়েছে। তিনি আরও জানান, গত একমাসে প্রায় ৬ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। তিনি বলেন, ১মাসে ৪বারে ৬ কেজি সোনা আটক করা হয়