চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযান ২৪৬ বোতল ফেনসিডিল ও ৭৪ বোতল ভারতীয়সহ আটক-৩
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর, হৈবতপুর, ঝাঝাডাঙ্গা ও কামারপাড়া মাঠ থেকে ২৪৬ ভোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭৪ বোতল মদসহ সাদ্দাম হোসেন (২৫), শহিদুল ইসলাম(৩৫) ও শামসুল ইসলাম কে (৩৪) আটক করেছে। আটককৃত সাদ্দাম দর্শনার জয়নগর গ্রামের ওসমান আলী ছেলে, শহিদুল একই গ্রামের আজিজুল হকের ছেলে ও একই গ্রামের খলিল মোল্লার ছেলে শামসুল। বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল ও মদসহ এদেরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক রাশিদুল আলম জানান, বুধবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মাঠ থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ সাদ্দাম হোসেন (২৫), শহিদুল ইসলাম(৩৫) ও শামসুল ইসলাম কে (৩৪) আটক করে। ্এর আগে রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদার বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার হৈবতপুর গ্রামের মাঠ থেকে ২১০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় আটক করে। একই রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একই উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের মাঠ থেকে ৪২ বোতল মদ পরিত্যাক্ত অবস্থায় আটক করতে সক্ষম হয়। সর্বশেষ একই রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার কামারপাড়া গ্রামের মাঠ থেকে ৩২ বোতল মদ পরিত্যাক্ত অবস্থায় আটক করতে সক্ষম হয়।