পত্নীতলায় রড ছাড়াই কালভার্ট নির্মাণ , ৩০ দিনের মাথায় ভেঙ্গে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ

Patnitola pic
মো: আব্দুর রহিম,পত্নীতলায়(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ পত্নীতলা উপজেলা সদর ৮নং নজিপুর ইউনিয়ন পরিষদের নাদৌড়-বেংডোম রাস্তা উপর দুটি কালভার্ট নির্মাণ কাজে রড ছাড়াই নি¤œমানের ইটের খোয়া,সিমেন্ট ব্যবহার করায় নির্মাণের ৩০ দিনের মাথায় ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই ঘটনায় স্থানীয় জনগণ উদ্বেগ প্রকাশ করেছে। বইছে আলোচনার ঝড়। স্থানীয় বাসিন্দারা অভিযোগে জানায়, এলজিইডির তত্বাবধানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্ববাররা এই কাজটি বাস্তবায়ন করেছেন। জানা গেছে, চলতি অর্থ বছরে বরাদ্দে এপ্রিল মাসে পতœীতলায় ওই গ্রামীন সড়কটিতে দুটি কালভার্ট নির্মাণ কাজ শুরু করা হয়। কাজটির বাস্তবায়ন করেছেন নজিপুর ইউনিয়ন পরিষদ। সরজমিনে গ্রামবাসী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগের একজন তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের উপস্থিতিতেই কালভার্ট নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এলজিইডির বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সাদেকুল ইসলামের সাথে কথা বলা হলে আমাকে না জানিয়েই ওই কাল ভার্টটিতে ঢলাইয়ের কাজ শেষ করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য। কাজটি করার পরপরই ভেঙ্গে পড়েছে। নির্মান কাজটির তথ্য জানতে পতœীতলা এলজিইডি প্রকৌশলী মো: তোফায়েল আহম্মেদ- এ বিষয়ে কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে আবার পরদিন যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সরজমিনে তদন্ত করে দেখেছি ঘটনা সত্য। নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাদেক উদ্দীন এ বিষয়ে তথ্যজানাতে অপারগতা প্রকাশ করেন। এ কিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল মালেক জানায় এ বিষয়ে আমি কিছু জানিনা। ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বাস্তবায়নকারী ব্যাক্তির বিরুদ্ধে। ভিন্ন একটি সূত্র জানিয়েছেন এ কাজটি বাস্তবায়নের জন্য প্রায় লক্ষাধিক টাকা বরাদ্দ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *