চুয়াডাঙ্গার গোবিন্দপুর গ্রামে ৩বিঘা জমির ফলন্ত আম ও মেহেগিনি গাছ কেটে দিয়েছে দিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের ইমান আলির ৩বিঘা জমির ১৫০টি ফলন্ত আম ও ৩০টি মেহেগিনি গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা । মঙ্গলবার দিনগত রাতে এ গাছ গুলো কাটা হয়েছে। এব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের মরহুম বরকত আলি মন্ডলের ছেলে ইমান আলি (৫৫) গত দুবছর আগে গ্রামের ডুবরার মাঠে ৩বিঘা জমিতে ১৮০টি আ¤্রপালি আমগাছ ও ৮০টি মেহগিনি গাছ লাগায়। আমগাছে এবার আমও ধরেছে। বুধবার সকালে গ্রামের মাঠে কৃষি কাজ করতে গিয়ে কৃষকরা দেখতে পায় ইমান আলির বাগানে অজ্ঞাত দুবৃত্তরা গাছ কেটে দিয়েছে। ইমান আলি জানান, ফলন্ত গাছ কেটে দেওয়ায় তার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এব্যাপারে ইমান আলি বাদি হয়ে অজ্ঞাত দুবৃত্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।