ভাষা আন্দোলনে অংশ নেয়া জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মোল্যা নবুয়ত আলীর স্মৃতিচারণ

Magura Sreepur Vasa Shoinik picমাগুরা প্রতিনিধি: ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা’র দাবিতে দেশে যখন দুর্বার আন্দোলন শুরু হয়, তখন মাগুরার শ্রীপুরে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর ডেপুটি কামান্ডার ও বর্তমান জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মোল্যা নবুয়ত আলী। শ্রীপুর এম সি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র থাকা কালে তিনি ৯ম ও দশম শ্রেনীর ছাত্রদের নেতৃত্বে অন্যান্য ছাত্রদের সাথে ভাষা আন্দোলনের মিছিলে অংশ নেন।
ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে এ প্রতিনিধির সাথে আলাপকালে মোল্যা নবুয়ত আলী জানান, সে সময় শ্রীপুর সদর ও নাকোল এলাকায় দুটি মাধ্যমিক বিদ্যালয় ছিল। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ওই সময় রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ব্যাপক আন্দোলন করে। তখন এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসে বিভিন্ন সময় বাংলা ও উর্দু ভাষার পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলত। সেই সাথে চলতো মিছিল মিটিং। এরই এক পর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে স্কুলের একদল ছাত্র ব্যাপক বিক্ষোভ মিছিল বের করে। যাতে তিনিও ব্যাপক ভূমিকা পালন করেন। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় বাংলা ভাষার দাবিতে গড়ে উঠে ব্যাপক জনমত। এ ছাড়া নাকোল রাইচরণ মাধ্যামিক বিদ্যালয়ে রাষ্ট্রভাষার দাবিতে ব্যাপক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেয়ার কারনে হামিদুজ্জামান এহিয়া ও সোহরাব হোসেনসহ আন্দোলনে অংশ নেয়া অনেকের নামে মামলা হয়। তারা বেলুচ আর্মড ফোর্সের হাতে আটক হয়ে জেল খেটেছিলেন। এ ছাড়া ভাষা আন্দোলনের পরে এম সি পাইলট স্কুলের ছাত্র-ছাত্রীরা মাতৃভাষা বাংলার কথা যাতে মনে করতে না পারে, সে জন্য সরকার সব সময় চেষ্টা করতো। আন্দোলনে অংশ নেয়ায় মোল্যা নবুয়ত আলীসহ কয়েকজন ছাত্রকে সে সময় বিদ্যালয়ের শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি দেয়াসহ বহিস্কার করা হয়। এর ফলে তিনি লেখা পাড়া থেকে বঞ্চিত হন। সে সময় লেখা পড়া চালিয়ে যাওয়ার জন্য তিনি নাড়–য়া ও মাগুরার একটি স্কুলে ভর্তির জন্য চেষ্টা করে ব্যার্থ হন। পরে তিনি আবাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে সেখান থেকে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তিতে তিনি ইন্টারমিডিয়েট ও বি এ পাশ করেন।
মোল্যা নবুয়ত আলী ১৯৩৯ সালে শ্রীপুর উপজেলা বরিষাট গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৃত:মোল্যা আজগর হোসেন ও মাতার নাম মৃত: ডালিমননেছা বিবি। ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর ডেপুটি কামান্ডার বীর মুক্তিযুদ্ধা মোল্যা নবুয়ত আলী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন । তার জীবন কেটেছে দেশের জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এ জন্য তিনি বহুবার জেল খেটেছেন। তিনি এখন পর্যন্ত আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। বর্তমানে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৬৬ সালের ৬ দফা ও ১১ দফার দাবিতে আন্দোলনে অংশ নেন। এ ছাড়া আগারতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু গ্রেফতার হলে তাকে মুক্ত করতে আন্দোলন সংগ্রামে অংশ নেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তিনি শ্রীপুর বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া এই বীর মুক্তিযোদ্ধা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সমাজিক যে অবক্ষয় দেখা যাচ্ছে তার হাত থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হবে। সেই সাথে বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার থেকে রক্ষা করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *