আদমদীঘিতে আওয়ামীলীগে রাজাকারের যোগদান ঘটনায় এক প্রবীন নেতার সংবাদ সম্মেলন

PIC-17.01.17
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগে তালিকাভুক্ত রাজাকার গোলাম মোস্তফাকে যোগদান করানো বিষয়ে আওয়ামীলীগের প্রবীন নেতা মুক্তিযুদ্ধের সংগঠক কছিম উদ্দিনও সম্পুক্ত মর্মে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সান্তাহার প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলন করেন আওয়ামীলীগের সাবেক সাংসদ ও জেলা গভর্ণর প্রবীন নেতা কছিম উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বয়সের ভারে ভারাক্রান্ত। চোখে কম দেখি ও কানে কম শুনি। ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস অনুষ্ঠানের আলোচনা সভার মাঝে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু আমাকে বললেন যে, বিএনপি থেকে বেশ কিছু নেতা ও কর্মী আওয়ামীলীগে যোগদান করতে এসেছেন আমরা তাদের বরণ করে নেই। এরপর তিনি সহ আমার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করানো হয়। কিন্তু যোদানকারিদের মধ্যে একজন তালিকাভুক্ত রাজাকার ছিল সেটি আমাকে যেমন আগে জানানো হয়নি তেমনি আমিও তাৎক্ষনিক ভাবে চিনতে পারিনি। পরে জানতে পারি যে, যোগদানকারিদের মধ্যে তালিকাভুক্ত রাজাকার গোলাম মোস্তফাও ছিল। এতে আমি ভীষন ভাবে লজ্জিত হই যে, আমার মত মুক্তিযুদ্ধের এক সংগঠকের হাতে একজন কুখ্যাত রাজাকার আওয়ামীলীগে যোগদান করল। আমি এই চরম লজ্জাজনক ঘটনার পেছনের নায়কদের প্রতি তীব্র ঘৃনা প্রকাশ ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে যোগদানকারি রাজাকারকে আওয়ামীলীগ থেকে বের করে দেওয়ার দাবী করছি। পাশাপাশি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামীলীগের তৃনমুলের সকল নেতা ও কর্মী-সমর্থক এবং সর্বস্তরের তথা জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাদেরকে হলপ করে বলছি যে, আমার প্রান প্রিয় দল আওয়ামীলীগে রাজাকারের যোগদান বিষয়ে আমি কোন ভাবেই সম্পৃক্ত নই। যা করা হয়েছে তা দলের সাধারণ সম্পাদকের পরিকল্পনায় করা হয়েছে। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন ও সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *