চুয়াডাঙ্গায় ৩দিনের অতিবর্ষনে ফসলের ব্যাপক ক্ষতিসহ বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে॥

CHUADANGA-PICTUR-12-08-16
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা তিন দিনের টানা অতিবর্ষনে মাঠের উঠতি ফসলসহ কাঁচা ঘরবাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও বজ্রপাতে ১জনের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার থেকে চুয়াডাঙ্গা জেলার উপরদিয়ে বয়ে যাওয়া ব্যাপক ঝড়ো হাওয়াসহ বিরামহীন প্রবল বর্ষনে জেলা সদরসহ,দামুড়হুদা,জীবননগর, আলমডাঙ্গা মাঠের ফলন্ত পেঁপেঁ,কলা, ঝাঁলের ব্যাপক ক্ষতি হয়েছে। ডুবে গেছে নিচু হাজার হাজার রোপা আউস ধান। এর মধ্যে ঝাঁল ও পেঁপেঁর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় শতাধিক কাচা ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, জেলায় এবার ২শ’১২ হেক্টর জমিতে পেঁপেঁর আবাদ হয়েছে এর মধ্যে দামুড়হুদা উপজেলায় ১শ’ ৭০হেক্টর এর মধ্যে প্রায় অর্ধেক(৮০) হেক্টরসহ জেলায় প্রায় ১শ’হেক্টর জমির পেঁপেঁর বাগানের গাছ ভেঙ্গে পড়েছে ও হেলে ক্ষতি হয়েছে। কলার আবাদ হয়েছিল ৯শ”৬৫হেক্টর জমিতে এর মধ্যে ৬৭হেঃ জমির কলা গাছ ভেঙ্গে নষ্ট হয়েছে, ৪শ’৭৫ হেক্টর জমির ঝাল সম্পন্ন নষ্ট হয়ে গেছে,আউশ ধান চাষ হয়েছিল,২৮হাজার২০হেক্টর পানিতে ডুবে গেছে,৪হাজার ৯শ’ ৮০ হেক্টর,রোপা আমন ধান চাষ হয়েছে, ৩২হাজার ৪শ’৫০হেক্টর।এর মধ্যে পানিতে ডুবে গেছে,৬শ’ ৫৫ হেক্টর। এছাড়াও ঝড়ো হাওয়ার কারনে ক্ষেতের পাট হেলে পড়েছে। গ্রীস্মকালিন সব্জি চাষ হয়েছে,৬হাজার ৫ হেক্টর,ক্ষতি হয়েছে,২শ’১০হেক্টর।এসময় জেলায় প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ী ভেঙ্গে পড়েছে। এছাড়াও বৃহস্পিতিবার দুপুর ২টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার রুইতন পুর গ্রামের মৃত্যু জুড়ান শেখের ছেলে জমির আলী (৫০) মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাত ঘটলে ঘটনা স্থলেই তিনি নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *