শার্শার কায়বা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি ঘর ভাংচুর, বোমা বিস্ফোরন ।। পুরুষ শুন্য দাতখালি গ্রাম
বেনাপোল সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রায় ৪০ টি ঘর বাড়ি ভাংচুর হয়েছে। এ সময় কয়েকটি স্থানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দাতখালি গ্রাম পুরুষশুন্য হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন গ্রামের মহিলারা ।
৪ জুন নির্বাচনের পর আওয়ামীগের নৌকা সমর্থকরা একই দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়ি ভাংচুর ও হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় দাতখালি গ্রামের মিজান এর স্ত্রী আছিয়া বেগম (৩০) ও একই গ্রামের কাশেম এর ছেলে কালু (৩৫) আহত হয়েছে। আহতরা হাসপাতলে চিকিৎসাধিন রয়েছে।
দাতখালি গ্রামের সাবেক মেম্বার জাহানারা বেগম, অভিযোগ করে বলেন আমাদের অপরাধ আমরা নৌকা প্রতীকের বিপক্ষে কেন মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়েছি। এলাকার নুর হোসেন এর ছেলে শাহদত কুদ্দুস এর স্ত্রী রেবেকা কাশেম আলীর স্ত্রী নুরজাহান আনছার আলীর স্ত্রী ফাতেমা খাতুন জানান সন্ত্রাসীরা আমাদের বাড়ি ঘরে হামলা করে এবং ফাঁকা বোমা বর্ষন করে আতঙ্ক ছড়ায়। এতে দৌড়ে ভয়ে আতঙ্কিত হয়ে পুরুষ মানুষেরা ঘর ছেড়ে জীবনের ভয়ে পালিয়ে গেছে।
তারা আরো জানায় এলাকার চিহিৃত সন্ত্রাসী সোনামিয়ার ছেলে আকিদুল, জনাব আলীর ছেলে মাসুম রহিম এর ছেলে মাদুদ, শাহজাহানের ছেলে কাদের রামদা, বটি, বাঁশের লাঠি, শাপল, কোদাল চাইনিজ কোড়াল দিয়ে তাদের বাড়ি ভাংচুর করে প্রকাশ্যে।
শার্শার দাতখালি গ্রামে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে গ্রামের মানুষের অধিকাংশ টালির ঘর এবং বাড়ির কিছু আসবাব পত্র এবং বাথরুম ভেংগে দিয়েছে দুর্বত্তরা। দাতখালি গ্রামের মফিজুল, নজরুল, কবির গাজি মোসলেম শরীফুল আনছার ধাবক, আ: কাদের, সিরাজুল এদেও বাড়ি যেয়ে দেখা গেছে তাদের বাড়ির টালির ছাউনি ভেংগে গুড়িয়ে দিয়েছে ।
বর্তমান নির্বাচিত কায়বার মহিলা মেম্বার কমলা বেগম জানান, তার বাড়ি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে টাইলস ও তালা ভেংগে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানান আওয়ামীলীগের নৌকা প্রতীকের হাসান ফিরোজ টিঙ্কু এবং একই দলীয় বিদ্রোহী প্রার্থীর মাঝে দীর্ঘদিন ধরে পুর্ব শত্রুতা চলে আসছে। আর তারাই জের ধরে দুজনে নির্বাচন করে। আলতাপ হোসেন হেরে যাওয়ার পর টিঙ্কু সমর্থকরা ফুসে উঠে এ ধরনের কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
এব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু ঘটনার সত্যতা শিকার করে জানান আমি আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়ে বিষয়টি নিয়ন্ত্রনে এনেছি। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে আমি দেখব। কোন নিউজ করার প্রয়োজন নাই।
পরাজিত বিদ্রোহী প্রার্থী আলতাপ হোসেন জানান, কোন এক অদৃশ্য গডফাদারের জন্য এলাকায় তান্ডব চালাচ্ছে নৌকা সমর্থিত লোকেরা তার সমর্থকদের উপর।
এ ব্যাপাওে বাগআচড়া ফাড়ির এসআই হাবিব জানান, পরিস্থিতী নিয়ন্ত্রেনে আনা হয়েছে। আর যেতে কোন প্রকার সহিংস ঘটনা না ঘটে সে ব্যাপারে এলাকায় দৃষ্টি রাখা হচ্ছে।