পাবনার চরতারাপুর ইউপি নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী রবিউল হক টুটুলের গণসংযোগ
সুজানগর প্রতিনিধি : পাবনার সদর থানার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী রবিউল হক টুটুল শনিবার তারাবাড়ীয়া গ্রামে জোরালভাবে গনসংযোগ শুরু করেছেন। চেয়ারম্যান প্রার্থী রবিউল হক টুটুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারনা করে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটারদের রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, মসজিদ মাদ্রাসা গোরস্থান উন্নয়ন, মাদক মুক্ত, বাল্যবিবাহ, চুরি ডাকাতি বন্ধসহ জনকল্যাণ মুখী কাজের জন্য চরতারাপুর ইউনিয়ন পরিষদকে একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।