মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধী পক্ষের হামলায় এক মহিলার মৃত্যু ও আহত ৩
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় জেসমিন বেগম (৩০) নামের এক মহিলার মৃত্যু এবং অন্তত তিন জন যখম হয়েছে। উপজেলার পুরান ঘোষগাতী গ্রামে গত রবিবার সকাল ১০টার দিকে হামলায় যখম ও চিকিৎসাধীন অবস্থায় রাতে খুমেক হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগমের স্বামী মনির শেখ ও স্থানীয় সুত্রে প্রকাশ-পুরান ঘোষগাতী গ্রামের মৃত আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে মনির শেখদের দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন বিরোধপূর্ণ এক খন্ড জমিতে নিহত জেসমিন বেগম সহ ওই পরিবারের কয়েক সদস্য অবস্থান কালে প্রতি পক্ষের হেলাল, দুলাল, পারভিন বেগম, রনি বেগম, রুনা, তকু, হাসিব, জামেলা ও সাইফুর সহ অন্তত ১২/১৪ জনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। ওই হামলার ঘটনায় মনির শেখ (৩৫)সহ তার স্ত্রী- জেসমিন বেগম, মা আফজালোন (৬০) ও ছোট ভাই’র স্ত্রী নাজমুননাহার (২০) যখম হয়। যখমিদের প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতির কারনে যখমি জেসমিন বেগমকে ওই দিনই খুমেক হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সংবাদ লেখা পর্যন্ত নিহত জেসমিন বেগমকে দাফনের প্রস্তুতি চলছিল এবং দাফন শেষে থানায় মামলা করা হবে বলেও জানা গেছে।