মোল্লাহাটে বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাট উপজেলার দারিয়ালা গ্রামে পল্লীসমাজের উদ্যোগে বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে জন স্বচেতনতা সৃস্টির লক্ষে মঙ্গলবার সকাল ১১টায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ০৯নং দারিয়ালা পল্লীসমাজের উদ্যোগে এবং ১৫নং কাচনা পল্লীসমাজের সহযোগিতায় সাহিদুল সিকদারের বাড়ির উঠানে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-মোঃ হাফিজুর রহমান, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমান ও শিক্ষা অফিসার-শিশির বিশ্বাস। দারিয়ালা পল্লীসমাজের সভাপ্রধান-শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যাবস্থাপক-পলাশ হালদার, সাংবাদিক মোঃ আমির আলী, আ’লীগ নেতা-আবুল বাশার সিকদার, ইউপি সদস্য সবুজ, ব্র্যাকের সমাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক-কৃপা রঞ্জন মন্ডল ও কাচনা পল্লীসমাজের সভাপ্রধান-সুফিয়া বেগম সহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ, শিক্ষার্থী ও সুধী প্রমুখ।