চিতলমারীতে তুচ্ছ ঘটনার হামলায় একই পরিবারের আহত-৫
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া চরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৫ জন আহত হয়েছে। হামলাকারীরা ওই সময় বসত বাড়ীতে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পরিবার সূত্রে জানাগেছে, সোমবার ৬ জুলাই সকাল ৯ টায় বড়বাড়িয়া চরপাড়া গ্রামের তৈয়াব আলী মোল্লার বসতবাড়ীতে একই গ্রামের বাবুল শেখের নেতৃত্বে ৬/৭ জনের একদল যুবক হামলা চালায়। এ সময় গৃহবধূ মনিরা (২২), রেনা (৩০), মজিরোন (৬০) গৃহকর্তা তৈয়াব আলী (৮০), আনারুল (২৭) গুরুতর আহত হয়। তাদেরকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আনারুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।