চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান;বিপুল পরিমান ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রতিরামপুর ও দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে বিপুল পরিমান ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোরে এসব মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এস.এম. মনিরুজ্জামান বিজিবিএম জানান, বুধবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার আসানুল হক গোপনে সংবাদ পেয়ে রতিরামপুর গ্রামের গোরস্থান থেকে ১৪২ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এদিন প্রায় একই সময় জেলার দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আরাফাত উল্লাসহ একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে ঝাঁঝাডাঙ্গা গ্রামের নদীর পাড় থেকে ৬ বোতল ভারতীয় মদ ও ৬৯ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকরা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪৯ হাজার ৬শ’ টাকা।