বাল্য বিয়ে থেকে রক্ষা পাবে?
কাহালুর স্কুল ছাত্রী তাছলিমা কি
কাহালু(বগুড়া)প্রতিনিধিঃ কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার দক্ষিণ পাড়ার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন তার মেয়ে শেখাহার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী তাছলিমা খাতুন কে গত শুক্রবার এই গ্রামের তেলিপাড়ার শাজাহান আলীর পুত্র শাহিন(১৬) এর সাথে বিয়ের দিন ধার্য্য করে সকল প্রস্তুতি সম্পূর্ণ করে।বাল্য বিয়ের সংবাদ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুনকে জানানো হলে তিনি বিষয়টি দেখার জন্য থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কে বলেন। পুলিশ ও চেয়ারম্যান বাল্য বিয়ে সম্পূর্ন বে-আইনী এবং দন্ডনীয় অপরাধ বলে নাবালিকার পিতা সহ অভিভাবক দের মোবাইলের মাধ্যমে জানান। কিন্তু তা উপেক্ষা করে চলছে মোয়াজ্জেম হোসেন এর বাড়ীতে বিয়ের আয়োজন। সংবাদ পেয়ে সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে বিয়ের সকল আযোজন প্রায় সম্পূর্ণ চলছে রান্না বান্না। অপেক্ষা শুধূ বর পক্ষ আসার। স্কুল ছাত্রী তাছলিমার বাবা আলহাজ মোয়াজ্জেম হোসেন এর সাথে কথা বলা হলে তিনি জানান মেয়ের বিয়ের বয়স হয়েছে তার পরও পুলিশ নিষেধ করায় অনুষ্ঠান হলেও আজ বিয়ে হচ্ছেনা।