তাপদাহ আর লোড শেডিংয়ে পাবনার ফরিদপুরের জনজীবণ বিপর্যস্ত

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : গ্রীষ্মের তাপদাহ আর বিদ্যুতের ঘন ঘন লোড শেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার ফরিদপুরের জনজীবন। ঘড়ে বিদ্যুত না থাকায় তীব্র গরম আর বাহিরে সূর্যের উত্তাপ কাজ কর্মে গতিহীনতা দেখা দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথেই রোদের প্রচন্ড তাপ বাড়তে থাকে। রাস্তা ঘাট ফাঁকা হয়ে পড়ে দুপুরের মধ্যে। শ্রমিক দিন মজুররা কাজের ফাঁকে ফাঁকে গাছ ও অন্য কিছুর ছায়ায় গিয়ে বিশ্রাম করছে। এরূপ গরমের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের আসা যাওয়া। বিদ্যুতের এই আসা যাওয়া খেলায় মানুষ থাকেন অস্থির। ফরিদপুর উপজেলাসহ তার আশপাশের এলাকাতেই একটানা ৪/৫ঘণ্টা বিদ্যুতের লোড শেডিং চলছে। তীব্র গরমের মাঝে পাল্লা দিয়ে দিনে রাতে বিদ্যুত বিভ্রাটের কবলে নাকাল হয়ে পড়েছে ফরিদপুর পৌরসভাসহ গোটা উপজেলার মানুষ। তীব্র গরমে দিনে ও রাতে দফায় দফায় রোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকায় অফিস, আদালত, স্কুল, কলেজ এমনকি বাসা বাড়ীতে কাজ করাও দুরুহু হয়ে পড়েছে। লোডশেডিংয়ের কারণে এখন বেশি হতাশ হয়ে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১এর আওতায় ফরিদপুর সহ পাশ্ববর্তী উপজেলা সমূহের বিভিন্ন স্থানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮/৯বার করে ঘন্টার পর ঘন্টা লোড শেডিং চলতে থাকে। একদিকে এলাকার মিল কল-কারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের শ্রম বিক্রি করতে না পারায় সংসারে খরচ চালাতে পারছে না। অপরদিকে অতিরিক্ত ভ্যাপসা গরমে দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানি বাহিত রোগ। ডায়রিয়া আক্রান্ত রোগীরা প্রতিদিন হাসপাতালে ভর্ত্তি হচ্ছে। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ আর লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুর সহ আশপাশের এলাকার জনজীবন। এছাড়া স্থানীয় হাসপাতালের ভর্ত্তিকৃত রোগীরা আরও অসুস্থ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *